আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভ পাল্টা হামলায় সফল হলে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে বলে হুমকি দিয়েছেন বর্তমানে পুতিন প্রশাসনে নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান পদে থাকা মেদভেদেভ। খবর রয়টার্সের। রোববার (৩০ জুলাই) সামাজিকমাধ্যমে তিনি লিখেছেন, ‘ইউক্রেনীয় হামলার মুখে রুশ সেনাদের যদি পিছু হটতে হয়, তাহলে রাশিয়াকে পাল্টা পরমাণু হামলার পথে হাঁটতেই হবে। এ বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের ডিক্রি রয়েছে।’
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/রাত ১০:৫১