আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হরিয়ানায় কংগ্রেসের এমএলএ ধরম সিংহ ছোক্করের বাড়ি ও অফিসে অভিযান চালিয়ে কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
আজ সোমবার (৩১ জুলাই) ধরম সিংহের চারটি বিলাসবহুল গাড়ি (যার দাম চার কোটি রুপিরও বেশি), ১৪.৫ লাখ রুপির গয়না এবং নগদ সাড়ে চার লাখ রুপি বাজেয়াপ্তের কথা জানায় সংস্থাটি।
এক বিবৃতিতে ইডি জানায়, অর্থ জালিয়াতির মামলায় গত ২৫ জুলাই এমএলএ এবং আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে গুরুগ্রামে এফআইআর দায়ের করা হয়েছিল।
অভিযোগ, গুরুগ্রামে সেক্টর ৬৮ এলাকায় সাধ্যের মধ্যে আবাসন প্রকল্পের অধীনে বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৪৯৭ জনের কাছ থেকে প্রায় ৩৬০ কোটি টাকা তোলা হয়।
ইডি জানিয়েছে, এমএলএ, তার দুই পুত্র এবং সংস্থার পদাধিকারীরা তল্লাশি অভিযানের সময় ঘটনাস্থলে ছিলেন না। তারা তদন্তে সহযোগিতা করেননি বলে অভিযোগ।
কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/রাত ৮:৩৭