বিনোদন ডেস্ক : বলিউডসহ প্রায় সব বিনোদন জগতে সম্পর্কের চড়াই-উতরাই লেগেই রয়েছে। আজ এক দম্পতির সম্পর্ক জোড়া লাগছে তো অন্য জুটির সম্পর্কের ভাঙন ধরছে। অনেক জুটির কয়েক মাসের মধ্যেই সম্পর্কের টানাপড়েন শুরু হয়ে যায়, আবার কেউ যুগের পর যুগ ঘর সংসার করে যাচ্ছেন। আর বিনোদন জগতের লোকজনের ওপর সবার নজর থাকে তাই কোনো তারকা জুটির ভাঙনের বিষয়টি প্রকাশ্যে এলেই রীতিমতো হৈচৈ পড়ে যায়। এবার নাকি দীর্ঘ ১৮ বছরের বিবাহিত সম্পর্ক ভাঙছে অভিনেতা ফাহদিন খান ও তার স্ত্রী নাতাশা মাধবানির। খবর টাইমস অফ ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের।
ফারদিন বলিউড অভিনেতা ফিরোজ খানের ছেলে। অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশা। কৈশোর থেকেই তাদের মধ্যে পরিচয়। ২০১০ সালে শেষবার ‘দুলহা মিল গেয়া’ ছবিতে দেখা গিয়েছিল ফারদিনকে। তার পর অভিনয় থেকে বিরতি নেন তিনি। পরিবার ও সংসার নিয়েই ব্যস্ত রেখেছিলেন নিজেকে। সম্প্রতি ফের বলিউডে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন ফারদিন। তার জন্য নিজেকে ঘষামাজাও শুরু করেন। রিতেশ দেশমুখের সঙ্গে ‘বিস্ফোট’ নামে একটি ছবিতে দেখা যাবে তাকে।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ১০:০৮