মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর পিতা জয়পুুরহাটের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, সাবেক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মরহুম আব্বাস আলী মন্ডলের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬জুলাই) বিকেলে জয়পুুরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এই স্মরণ সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
মরহুম আব্বাস আলীর স্মৃতিচারন শেষে হুইপ তার বক্তব্যে বলেন ১৯৭১ সালে বাংলাদেশে যে অমানবিক হত্যযোগ্য চালোনো হয়েছে, ১৫ই আগষ্ট জাতির জনককে স্বপরিবারে হত্যা করা হয়েছিলো তখনতো আমেরিকার মানবাধিকার নিয়ে কোন কথা বলেনি। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নতির দিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই নান ইস্যুতে আমেরিকার মানবাধিকার নিয়ে কথা বলছেন। আসলে যারা ৭১ এ চায়নি বাংলাদেশ স্বাধীন হক, তারাই আজ বাংলাদেশের উন্নতি সহ্যকরতে পাছেননা।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ মোমিন আহমেদ চৌধুরী (জিপি), গোলাম হক্কানি, এস এম সোলায়মান আলী, এ্যাডঃ নৃপেন্দনাথ মন্ডল (পিপি), মহসিন আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজাসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভায় ৭৫ পরবর্তীতে জয়পুরহাট জেলায় আওয়ামী লীগকে সুসংগঠিত করতে মরহুম আব্বাস আলী মন্ডলের অবদান ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার ভূমিকাসহ তার বিভিন্ন অবদান তুলে ধরে আলোচনা করা হয়। শেষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/রাত ১১:১৯