আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অভ্যুথান চেষ্টা চলছে বলে জানা গেছে। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে রাজধানীতে তার নিরাপত্তা রক্ষীরা প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে বন্দি করে রেখেছে।
আজ বুধবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
একাধিক নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, বুধবার সকালের দিকে রাজধানী নিয়ামিতে সেনাবাহিনীর সাঁজোয়া যান প্রেসিডেন্ট প্রাসাদ অবরুদ্ধ করে। তারা নিরাপত্তা রক্ষীদের ওপর আক্রমণ করতে প্রস্তুত।
পশ্চিম আফ্রিকার প্রধান আঞ্চলিক ও অর্থনৈতিক ব্লক ইকোওয়াস বলছে, তারা অভ্যুত্থান চেষ্টার বিষয়ে উদ্বিগ্ন। এছাড়াও চক্রান্তকারীদের প্রেসিডেন্ট বাজুমকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তবে বিবৃতিটি এমন সময় এসেছে যখন নিরাপত্তা রক্ষীরা প্রাসাদের কর্মীদের ভেতরে ঢোকা বন্ধ করে দিয়েছে। আরেকটি সূত্র বন্দি প্রেসিডেন্ট বাজুম ও তার পরিবারের সদস্যরা ভালো আছেন বলে উল্লেখ করেছে।
কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/রাত ১০:৪৩