আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে রাজধানী মস্কোতে একটি ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে রাশিয়ার কর্তৃপক্ষগুলো। এটি দুটি ভবনে আঘাত হেনেছে বলে জানিয়েছে তারা।
সোমবার (২৪ জুলাই) ভোরের দিকে একটি ড্রোনকে রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের সদর দপ্তরের কাছে গিয়ে পড়তে দেখা যায়। এদিকে অধিকৃত ক্রিমিয়ার ঝানকোই শহরের গোলাবারুদের একটি ডিপোতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে অঞ্চলটিতে রাশিয়ার নিয়োগকৃত গভর্নর।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল- জাজিরা।
প্রতিবেদেনে বলা হয়েছে, ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার তথ্য মতে, গত সপ্তাহে ইউক্রেনের সামরিক বাহিনী রুশ সেনাদের দখলে থাকা দক্ষিণের ১৫ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি জায়গায় গিয়ে পড়ে। এ ঘটনায় কিয়েভকে দুষছে মস্কো।
অন্য দিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদ বার্তা অ্যাপ টেলিগ্রামে বলেছেন, ‘মস্কোর ইউক্রেনে হামলার পরিধি বিস্তৃত করা প্রয়োজন ।‘ রুশ নিরাপত্তা পরিষদের এ ডেপুটি চেয়ারম্যান আরও বলেন, ‘এ হামলার ক্ষেত্রে আমাদেরকে অপ্রত্যাশিত স্থানকে লক্ষবস্তু হিসেবে বেছে নিতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র মজুদ কেন্দ্র এবং জ্বালানি ক্ষেত্র ও তেল ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকলে চলবে না।
কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/রাত ১১:১৬