তথ্যপ্রযুক্তি ডেস্ক : খুব দ্রুতই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে আসছে চ্যাটজিপিটি। ওপেনএআই-এর একটি টুইট বার্তায় এমন খবরই দেয়া হয়েছে। টুইটে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অন্যান্য অ্যাপের মতো খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে চ্যাটজিপিটি অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
সংস্থাটি আরও জানায়, বিশ্বের সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই অফিসিয়াল অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সমস্ত ডিভাইসে এর সব হিস্ট্রিও সিঙ্ক করা যাবে। চ্যাটজিপিটির সর্বশেষ ভার্সনটিই ব্যবহারের সুযোগ দেয়া হবে বলেও নিশ্চিত করা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এবার অভাবনীয় কিছু করার প্রত্যয়ে চলছে চ্যাটজিপিটি। মাত্র কয়েকমাসের মধ্যেই এর ব্যবহারকারী ছাড়িয়েছে ১০০ মিলিয়ন। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে নতুন কিছুর পথেই হাঁটছে সংস্থাটি।
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/দুপুর ২:৩৮