স্পোর্টস ডেস্ক : ভারত ‘এ ’ দলকে নিয়ে যে ভয় বা শঙ্কা ছিল তা উড়িয়ে দিলেন বোলাররা। বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের আগ্রাসী বোলিংয়ের সামনে নতজানু ভারত ব্যাটাররা। রান ফোয়ারা ছোটানো তো দূরের কথা নিজেদের উইকেট বাঁচানোই হয়ে ওঠে দলটির মূল লক্ষ্য। বাংলাদেশ বোলারদের সামনে দারুন কঠিন সময় পার করে ইনিংস শেষে ২১১ রান তুলেছে ভারত ‘এ’ দল। ফাইনালে যেতে হলে তাই খুব বড় পাহাড় টপকাতে হচ্ছে না বাংলাদেশকে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টে এই প্রথম আগে ব্যাট করে ভারত। শুরুর উইকেটে খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি দলটির ব্যাটাররা। এদিকে টুর্নামেন্টে প্রথমবার প্রেমাদাসায় খেলতে নেমে টস জিতে ফিল্ডিং নিতে ভুল করেননি অধিনায়ক সাইফ হাসান।
এই মাঠে রাতের হালকা শিশিরে বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হওয়ায় ব্যাটিং সহজ হয়। ভারত আগের তিন ম্যাচে আরব আমিরাত, নেপাল ও পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে এই সুবিধাই নিয়েছিল। এই সুবিধাটা আজ বাংলাদেশের সামনে।
ইনিংসের শুরু থেকেই পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান নেওয়া কঠিন হয়ে ওঠে ভারত ব্যাটারদের। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলা সাই সুদর্শন ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা অভিষেক শর্মা খোলস বন্দি হয়ে থাকেন রান নিতে পেরে। সুদর্শন তিন চারে ২৪ বলে ২১ করে চেষ্টা করেন। কিন্তু দারুন উজ্জীবিত তানজিম হাসান সাকিবের বাউন্সারে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ আউট হন। ৮ ওভারে মাত্র ২৯ রান করে প্রথম উইকেট হারায় ভারত।
পরের ব্যাটাররা উইকেটে টিকে থেকে ইনিংস বড় করতে চাইলেও ব্যর্থ হন। অভিষেক ৬৩ বলে ৩৪, নিকিন জোসে ২৯ বলে ১৭, নিশান্ত সিধু ৫ ও রিয়ান পরাগ ৫ রান করে ফেরেন। বুদ্ধিদীপ্ত বোলিংয়ের দারুন প্রদর্শনী দেখান অধিনায়ক সাইফ হাসান। উইকেটের ধীরগতি কাজে লাগিয়ে নিজের অফস্পিনটা মোক্ষম কাজে লাগান।
নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং সেটটাও আক্রমণাত্মক সাজিয়েছিলেন। তাই নিজের ১০ ওভারে একটি মেডেনসহ মাত্র ২৯ রান দিয়ে নিয়েছন ১ উইকেট। এছাড়া দুই স্পিনারও দারুন বল করেছেন। শেখ মাহেদি ১০ ওভারে ৩৯ রানে নেন ২ উইকেট আর রাকিবুল ১০ ওভারে ৩৬ রানে নেন ২ উইকেট। তানজিম সাকিব ৫৮ রানে নিয়েছেন ২ উইকেট।
ভারত অধিনায়ক ইয়াশ ধুল একপা্রন্ত আগলে না খেললে আরও বিপদে পড়ত ভারত ‘এ’। ৩৬.৫ ওভারে ১৩৭ রানে ৭ উইকেট হারালে মানাভ সুথারকে (২১) নিয়ে ৪৮ রানের জুটিতে দলকে দুইশোর দিকে নেন ধুল। শেষে হাঙরেকার ১২ বলে ১৫ রানের ক্যামিও খেলে ভারতকে ভাল স্কোর এনে দেন। ধুল ৮৫ বলে ৬৬ রান করে আউট হন। তার ব্যাট থেকে আসে ৬টি চার।
কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৬