স্পোর্টস ডেস্ক : মাঠে গড়িয়েছে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার তৃতীয় সংস্করণ। এই আসরের প্রথম ম্যাচে বৃহস্পতিবার রাতে ব্রাম্পটন উলভস ও মিসিসাউগা প্যান্থার্স মুখোমুখি হয়। এদিন মিসিসাউগার হয়ে খেলতে নেমেছিলেন ক্রিস গেইল। অনেক দিন পর যাকে মাঠে দেখা গেল।
ব্রাম্পটনের টিডি ক্রিকেট অ্যারেনায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। গেইলকে এ ম্যাচের আগে সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গিয়েছিল গত মার্চে। দোহায় অবসর প্রাপ্ত ক্রিকেটারদের ‘লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্স’- এ খেলেছিলেন তিনি।
চার মাস পর মাঠে ফিরে গেইল অবশ্য সুবিধা করতে পারেননি। ওপেন করতে নেমে ১১ বলে ১০ রান করেছেন ২ বাউন্ডারিতে। আগে ব্যাট করে তাদের দল নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২১ রান করতে পারে। পরে বৃষ্টি আইনে তারা ৫২ রানে হেরেছে ম্যাচটি।
কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/বিকাল ৫:৩৮