স্পোর্টস ডেস্ক : ইতালি ও পিএসজির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা ও তার সঙ্গীর (বান্ধবী) ওপর হামলার ঘটনা ঘটেছে। প্যারিসে দোন্নারুম্মার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা লুটপাটও চালিয়েছে তার বাড়িতে।
ফরাসি সংবাদমাধ্যমে খবর, বৃহস্পতিবার বেশ কয়েকজন ‘দুষ্কৃতকারী’ দোন্নারুম্মা ও তার প্রেমিকার ওপর হামলা করেন। এ সময় তাদের বেধে রেখে প্রায় পাঁচ লাখ পাউন্ড নিয়ে যায় হয়। উপায় না দেখে এ সময় সঙ্গীকে নিয়ে কাছাকাছির একটি হোটেলে পালিয়ে যান দোন্নারুম্মা। পরে ওই হোটেলের কর্মীরা তাদের হাসপাতালে নিয়ে যান।
ফ্রান্সের স্পেশাল বিআরবি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ২০২১ সালে এসি মিলান ছেড়ে পিএসজিতে পাড়ি দেন দোন্নারুম্মা। প্রাক মৌসুম প্রস্তুতি সামনে রেখে শুক্রবার তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। পিএসজির খেলোয়াড়দের মধ্যে দোন্নারুম্মার বাড়িতেই প্রথম ডাকাতির ঘটনা ঘটল এমন না। তবে আগের ঘটনাগুলো ঘটেছে ভিক্টিমের অনুপস্থিতিতে। ২০২১ সালের মার্চে মার্কিনহোসের বাড়িতে ডাকাতির ঘটনায় গত জানুয়ারিতে দুজনের কারাদণ্ডও হয়েছে।
কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/বিকাল ৫:১৮