আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের সংস্কারবাদী নেতা পিটা লিমজারাটকে সে দেশের পার্লামেন্ট থেকে বরখাস্ত করা হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে পিটার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এখন প্রায় শেষ হয়ে গেছে। আজ বুধবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে আরও বলা হয়, মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটার বিরুদ্ধে আনা মামলার শুনানি করতে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত রাজি হওয়ার পর বরখাস্তের আদেশটি জারি করা হয়। পিটা বর্তমানে বন্ধ একটি মিডিয়া কোম্পানির শেয়ারের মালিক। ফলে তাকে পার্লামেন্টের সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা হবে কি না এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সাংবিধানিক আদালত।
এদিকে পিটাকে অযোগ্য ঘোষণা করা হলেও তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হতে লড়তে পারেন। কিন্তু তিনি জেতার জন্য যথেষ্ট ভোট পাবেন এমন সম্ভাবনা কম। আদালতের আদেশ মেনে নিয়ে পার্লামেন্টে তিনি বলেন, এ অভিযোগের ব্যাপারে আদালতের নির্দেশ না আসা পর্যন্ত তিনি কাজ বন্ধ রাখবেন।
তিনি আরও বলেন, গত ১৪ মে’র পর থাইল্যান্ড চিরতরে বদলে গেছে। তিনি তার সহযোগী পার্লামেন্ট সদস্যদের জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। এদিকে পিটার দল মুভ ফরোয়ার্ড বলছে, সাময়িক বরখাস্তের এই আদেশ তাদের প্রার্থীর মনোনয়নের ওপর কোনও প্রভাব ফেলবে না।
কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫০