স্পোর্টস ডেস্ক : গত মার্চের ইংল্যান্ড সিরিজ থেকেই মাহমুদউল্লাহ জাতীয় দলের বাইরে। মাঝে হজ পালনের জন্য জাতীয় দল থেকে নিয়েছিলেন ছুটি। এরপর আফগান সিরিজেও ছিলেন না রিয়াদ। তাকে ছাড়াই খেলেছে বাংলাদেশ দল। তবে আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে সাত নম্বর পজিশন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সেই একজন ক্রিকেটার কে হবেন, তা নিয়েই অনেকদিন ধরে জল্পনা চলছে।
এই সাত নম্বর পজিশনেই খেলতেন মাহমুদউল্লাহ। তবে তার অনুপস্থিতিতে এই পজিশনে খেলেছেন আফিফ হোসেন, ইয়াসির রাব্বি এবং মোসাদ্দেক হোসেন। তবে কেউই নিজেদের প্রমাণ করতে পারেননি। তবুও এই পজিশনের জন্য কি জাতীয় দলে রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে ফেরানো হবে কি না তা নিয়েও রয়েছে নানা আলোচনা।
তবে আবারো জাতীয় দলে জায়গা করে নিতে নিজের চেষ্টার কমতি রাখছেন না। জাতীয় দল যেখানে ছুটি কাটাচ্ছে, সেখানে নিজেকে প্রস্তুত করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার ব্যাট হাতে একাডেমীর মাঠে অনুশীলন করেছেন রিয়াদ। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে রিয়াদ লিখেছেন, ‘চ্যালেঞ্জ ইওর স্টোরি।’
বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ। সেই দলে রিয়াদকে রাখা হবে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। এমনকি, জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও নিশ্চিত করে জানাননি তেমন কিছু। রিয়াদ দলে থাকবেন কি না এই বিষয়ে গণমাধ্যমে নান্নু বলেছেন, ‘এটা এখনই আমি বলতে পারব না। আমরা ২২ তারিখের মধ্যে ফাইনাল স্কোয়াডটা করব, তারপর আপডেট দিতে পারবো।’
তবে এতদিন জাতীয় দলের হয়ে না খেললেও ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন রিয়াদ। সেখানে তিনি মোহামেডানের হয়ে খেলেছেন। যদিও সেখানে তেমনটা আকর্ষণীয় পারফর্ম করতে পারেননি রিয়াদ। ১৫ ইনিংসে করেছেন ৫১০ রান। নিজেকে প্রস্তুত করে জাতীয় দলে ফেরার জন্য রিয়াদ সময় পাচ্ছেন মাত্র দেড় মাস। এখন দেখার বিষয় নির্বাচকরা তাকে দলে ফেরায় কি না।
কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪৪