স্পোর্টস ডেস্ক : সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমে শুরুতেই আফগানদের চাপে ফেলেছে টাইগাররা। ইনিংসের প্রথম ও তৃতীয় ওভারে দুই ওপেনারের উইকেট তুলে নিয়েছেন তাসকিন। করেছেন টি-টোয়েন্টিতে নিজের অর্ধশত উইকেট পূরণ। এতেই চাপে পড়ে আফগানিস্তান।
পাওয়ার প্লে শেষ হলেও চাপের বৃত্ত ভাঙতে পারেননি সফরকারী ব্যাটাররা। তাদের এমন চাপে রেখে যখন ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ, ঠিক তখনই বৃষ্টির হানা। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে। খেলা বন্ধ হওয়ার আগে ৭ ওভার ২ বলে ৩৯ রান করেছেন আফগান ব্যাটাররা।সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও হযরতউল্লাহ জাজাই।
গত ম্যাচে অর্ধশত করা মোহাম্মদ নবী ১৪ বলে ১১ রান করে ক্রিজে আছেন। তার সঙ্গী হিসেবে আছেন ইব্রাহীম জাদরান। তার সংগ্রহ ২০ বলে ১১ রান। প্রথম টি-টোয়েন্টি জয়ের পর সিরিজ জয়ের লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
দলে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। কাঁধের ইনজুরির কারণে ছিটকে গেছেন ওপেনার রনি তালুকদার। এ ছাড়া বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারের নাটকীয়তা শেষে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৫৬ রানের লক্ষ্য ১ বল হাতে রেখে জয় পায় টাইগাররা।
কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/রাত ৮:০৫