আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি বাড়িতে গভীর রাতে আগুন লেগে একই পরিবারের সাত শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনও রকমে পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছেন ওই পরিবারের অপর এক সদস্য। গতকাল বুধবার (১২ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পাঞ্জাবের লাহোরে একটি বাড়ির দোতলায় গত মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে। রাত আড়াইটার দিকে ভাট্টি গেট এলাকায় আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ১১টি গাড়ি নিয়ে পৌঁছায় ৩৩ জন উদ্ধারকারী। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়।
লাহোরের ডিআইজি (অপারেশনস) আলি নাসির রিজভিকে উদ্ধৃত করে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ওই বাড়িতে একই পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাত মাসের এক শিশু, চার বছরের নাবালকসহ পাঁচ কিশোর-কিশোরী রয়েছে।
অপর সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, অগ্নিকাণ্ডের সময় বাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে গেছেন ওই পরিবারের এক সদস্য। এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মহসিন নকভি।
কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৩,/রাত ১০:২৯