বিনোদন ডেস্ক : বুধবার (১২ জুলাই) নিজের ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, ১১/০৭/২০২৩। পরিবারে স্বাগতম, ছোট্ট বজর্ন। সঙ্গে একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন।
এ ছাড়া আরও একটি পোস্ট করেছেন, যেখানে বজর্নের নাম এমব্রয়ডারি করা হয়েছে, একটি শিশুর খাটের উপর খেলনা দিয়ে ঘেরা। বেশ কয়েক বছর ডেটিং করার পর ২০১৯ সালে মার্জিয়া এবং পিউডিপি বিয়ে করেন। এর আগে পিউডিপি বলেছিলেন, যে নারীকে তিনি ভালোবাসেন তাকে বিয়ে করতে পেরে আনন্দিত।
কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৩,/রাত ৮:১৮