আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুবেই প্রদেশে ভূমিধসের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে সাত জন। গত কয়েক দিন ধরে দেশটিতে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আজ রবিবার (০৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
প্রতিবেদনে আরও বলা হয়, গত শনিবার একটি হাইওয়েতে মহাসড়ক নির্মাণাধীন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে হুবেই প্রদেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মকর্তারা আরও জানান, এ ঘটনায় চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধারকারী দল পাঠিয়েছে। ওই এলাকায় ভূমিধস এড়াতে কাজ চলছে বলে উল্লেখ করেছেন তারা। কয়েক সপ্তাহ ধরে চীনের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত মাসে সিচুয়ান প্রদেশে একটি খনিতে ভূমিধসের ঘটনায় ১৯ জন এবং আরেকটি স্থানে চার জন মারা যায়।
কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:০২