আন্তর্জাতিক ডেস্ক : ধীরগতির অস্ত্র সরবরাহ কিয়েভের পরিকল্পিত পাল্টা আক্রমণকে বিলম্বিত করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এজন্য অধিকৃত এলাকায় রাশিয়া তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার সুযোগ পাচ্ছে।
প্রি-টেপ করা সাক্ষাৎকারে একজন অনুবাদকের মাধ্যমে জেলেনস্কি বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে কিছু অসুবিধার কারণে আমাদের পাল্টা আক্রমণে ধীরগতি হচ্ছে। সবকিছুই সেখানে প্রচুর পরিমাণে খনন করা হয়েছে।
পাল্টা আক্রমণ আমি অনেক আগেই শুরু করতে চেয়েছিলাম। কিন্তু করিনি। কারণ সবাই বুঝতে পেরেছিল যে, যদি পাল্টা আক্রমণের বিষয়টি প্রকাশ পায়, তাহলে আমাদের অঞ্চলের অনেক বড় অংশ খনন করা হবে।
কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:১২