স্পোর্টস ডেস্ক : ভারতীয় টেনিসে আলো ছড়ানো একটি নাম সানিয়া মির্জা। একের পর এক শিরোপা জয়ে ভারতকে তিনি বিশ্বের বুকে গর্বিত করেছেন। এ বছরের শুরুতেই টেনিস ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। তা সত্ত্বেও এবারের উইম্বলডন টেনিসে খেলতে দেখা যাবে সানিয়া মির্জাকে। খবর জিও নিউজের। লেডিস লিজেন্ডস ইনভিটেশন ডাবলস বিভাগে খেলবেন তিনি। গত ৩ জুলাই থেকে এ খেলা শুরু হয়েছে।
খবরে বলা হয়, গ্রেট ব্রিটেনের জোহানা কোন্টার সঙ্গে জুটি বেঁধেই কোর্টে খেলতে নামবেন তিনি। সানিয়া সদ্যই অবসর নিলেও তার পার্টনার কিন্তু ২০২১ সালেই খেলোয়াড় হিসেবে অবসর নিয়েছিলেন। সানিয়া মির্জার বাবা ইমাম মির্জাই তার মেয়ের উইম্বলডনে খেলার কথা নিশ্চিত করেন।
নিজের সোশ্যাল মিডিয়ায় ইমাম মির্জা সেই টুর্নামেন্টের সূচিও সবার সঙ্গে ভাগ করে নেন। এই টুর্নামেন্টে কিন্তু সানিয়ার পাশাপাশি আরও একগুচ্ছ কিংবদন্তিকে অংশগ্রহণ করতে দেখা যাবে। সানিয়ার সাবেক ডাবলস পার্টনার মার্টিনা হিঙ্গিস, চারবারের গ্র্যান্ডস্লামজয়ী কিম ক্লাইস্টার্সরাও এই টুর্নামেন্ট খেলবেন।
কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫২