বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে কাঁচামরিচ বিক্রি ও মুল্য তালিকা দেখাতে না পারায় চার সবজি দোকানীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বেলা ১১ টার দিকে শহরের কাউতলী কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে সততা বাণিজ্যলয়কে তিন হাজার, মায়ের দোয়া সবজি আড়ৎ কে এক হাজার টাকা, সুমন সবজি আড়ৎ কে এক হাজার টাকা ও মো. জানু মিয়া সবজি আড়ৎ কে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশও উপস্থিত ছিলো। অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, কাঁচা মরিচের বাজার দর নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/রাত ১১:৫০