বিনোদন ডেস্ক : তৃপ্তি ও কার্নেশ নাকি একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে দুজনের কেউই এ বিষয়ে কখনও মুখ খুলেননি। এবার নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন এই দুই তারকা। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্ক ভিলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কার্নেশ ও তৃপ্তির সম্পর্ক ভেঙে গেছে। বিচ্ছেদের খবর সামনে আসা মাত্রই দেখা যায় একে অন্যকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তৃপ্তি। তবে হুট করেই বেশ কিছু ছবি সরিয়ে নেন নিজের একাউন্ট থেকে। যেখানে তৃপ্তি ও কার্নেশের একসঙ্গে বেশ কিছু ছবি ছিল।
জানা গেছে, একসঙ্গে কাজ করতে গিয়েই সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তারা। এখন কেন তারা বিচ্ছেদের পথে হাঁটলেন এই বিষয়ে কোনো খবর প্রকাশ্যে আসেনি। কার্নেশ প্রযোজক ছাড়াও তার আরও এক পরিচয় হলো তিনি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ভাই। খুব শিগগিরই বেশ কিছু হিন্দি সিনেমাতে দেখা যাবে তৃপ্তিকে। এর মধ্যে একটি হলো সন্দীপ রেড্ডি ভাঙার ‘অ্যানিমেল’। এ ছাড়া ‘মেরে মেহবুব মেরে সনম’ নামে আরেকটি সিনেমাতেও দেখা যাবে ‘বুলবুল’ খ্যাত এ অভিনেত্রীকে।
কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:১৮