শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কানাইঘাট উপজেলায় সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে ৩২ পরিবারকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
২৬ জুন সোমবার দুপুরে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে উপজেলার বিভিন্ন অসহায় ৩২ টি পরিবারের মধ্যে ২ লক্ষ ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ উদ্বোধন করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মুনমুন নাহার আশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম।
কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৩,/বিকাল ৫:৩৮