লাইফ ষ্টাইল ডেস্ক : হৃদ্যন্ত্রের স্পন্দনের অস্বাভাবিকতার সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে বার্ধক্য, উচ্চরক্তচাপ, করোনারি ধমনি রোগ, ভালভুলার হৃদরোগ, কার্ডিওমায়োপ্যাথি, সিওপিডি ক্রোনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, থাইরয়েড, অ্যালকোহল অপব্যবহার, ধূমপান, আধুনিক অনিয়মিত জীবনধারা, জেনেটিক ইত্যাদি।
সবচেয়ে সাধারণ উপসর্গ, বুক ধড়ফড় করা (দ্রুত হৃদ্স্পন্দনের সম্ভাবনা), অস্থিরতা, শ্বাসকষ্ট, চেতনা হারানো এবং হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট।
ভারতের কয়েকটি হাসপাতালের মধ্যে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল একটি যা অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এ রোগীদের চিকিৎসার জন্য একটি এক্সক্লুসিভ কার্ডিয়াক অ্যারিথমিয়া প্রোগ্রাম পরিচালনা করছে।
হৃদ যন্ত্রের স্পন্দনের (পালস বা হৃদ্স্পন্দনের তারতম্য) বিভিন্ন সমস্যার মধ্যে কিছু জীবন হুমকিস্বরূপ হয়ে থাকলেও সব নয়।
কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৩,/বিকাল ৩:২৩