মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে জমকালো ও বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ। বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে কর্মীদের নিয়ে এক বর্নাঢ্য র্যালী বের হয়। এতে উপজেলা আওয়ামীলীগ পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহন করেন। র্যালী শেষে দলীয় কার্যালয়ে সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, যুগ্ন-সাধারন সম্পাদক ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, যুগ্ন সাধারন সম্পাদক শাহ আব্দুল কুদ্দুস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক রতন, সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম, ফুলবাড়ী পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, বেতদিঘী ইউনিয়নের আওয়ামীলীগের উপদেষ্টা ও বিশিষ্ট্য সমাজে সেবক খেটে খাওয়া মানুষের নেতা আজম মন্ডল রানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেল, সদস্য মানিক সরকার, পৌর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মানিক সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৩,/দুপুর ১২:৩৯