খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে ১৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে জেলার ১ লাখ ৫৬ হাজার ৬৩৬ শিশু। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৩০৫ শিশুকে দেওয়া হবে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৭ হাজার ৩৮৮ শিশুকে দেওয়া হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. আবুল হাদি মুহাম্মদ শাহপরাণ। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অনল কুমার দে, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, ডা. মো. জাহিদুল ইসলাম ও জেলা ইপিআই সুপারেটেন্ড মোজাম্মেল হকসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সিভিল সার্জন ডা. আবুল হাদি মুহাম্মদ শাহপরাণ জানান, জেলার ৬ উপজেলার ১ হাজার ৬১৯টি ক্যাম্পে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। এ কার্যক্রমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৫৪৮ জনসহ ৩ হাজার ২৫৬ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। কোন শিশু যাতে এ কার্যক্রম থেকে বাদ না পড়ে এজন্য বাড়ি বাড়ি গিয়েও খোঁজ নেওয়া হবে। তিনি আরো বলেন, ডিম, মাংস, কলিজা, হলুদ ও রঙিন শাক-সবজির মধ্যে এই ভিটামিট পাওয়া যায়।
গর্ভবতী মা ও অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ভিটামিন ‘এ’ সংক্রান্ত প্রচারণার জন্য জেলা তথ্য অফিস, শিক্ষা অফিস ও ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। সংবাদ মাধ্যম বিষয়টি প্রচার করলে কোন শিশু ভিটামিন ‘এ’ প্লাস থেকে বাদ পড়বে না।
কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩০