মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ ৩জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৩ জন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা হাবিবা (৯) নামে এক শিশু রাস্তায় ছিটকে পড়ে নিহত হয়। নিহত শিশু মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের হাসান আলীর মেয়ে। শুক্রবার সকালে শিশু হাবিবা তার বাবার সাথে মোটরসাইকেলের পিছনে চড়ে মিরপুরের একটি বেসরকারী ক্লিনিকে সদ্য জন্ম নেওয়া ছোট বোনকে দেখে বাড়ি ফিরছিল। এসময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওদাপাড়া ব্রীজের নিকট পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে শিশু হাবিবা ঘটনাস্থলেই নিহত হয়। সংবাদ পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় শিশু নিহত হলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-পোড়াদহ সড়কের খাজানগর এলাকায় স্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাকায় বাইসাইকেল আরোহী হাসেম বেপারী (৪৫) নামে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত হাসেম বেপারী খাজানগর উত্তপাড়া এলাকার গাজী বেপারীর ছেলে। তিনি রাইস মিলের মিস্ত্রি ছিলেন। দূর্ঘটনার পরে স্থানীয়রা ওই ট্রলিটি জব্দ করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।এছাড়াও কুষ্টিয়ার খোকসায় দুই মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে স¤্রাট (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৩যুবক। বৃহস্পতিবার রাত ১০টার দিকে খোকসা বাস স্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই মোটরসাইকেলে ৪ যুবক রাজবাড়ী থেকে খোকসা নিজ বাড়ি যাওয়ার পথে খোকসা বাসস্ট্যান্ড সংলগ্ন অনন্যা ফিলিং স্টেশনের কাছে রাজবাড়ী গামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স¤্রাট ঘটনাস্থলে নিহত হন এবং আহত হন অপর মোটরসাইকেল আরোহী রকি (২১), মাটি শেখ (১৯) ও রাফি বিশ্বাস (২০)। হতাহতদের বাড়ি খোকসা উপজেলার পাতেলডাঙ্গি গ্রামে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহত যুবকের মরদেহ মর্গে প্রেরণ করেছে পুলিশ।খোকসা থানার ওসি মোস্তফা হাবিুল্লাহ জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা বাসস্ট্যান্ড মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে স¤্রাট এক যুবক নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩জন। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:২৯