মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : প্রকৃতিতে বইছে তাপদাহ। প্রচ- গরমে মানুষের জীবন অতিষ্ঠ। এমন গরমে দিশাহারা হয়ে উঠেছে অধিকাংশ সাধারণ মানুষ। সবচেয়ে কষ্টে ভুগছেন শ্রমজীবী মানুষেরা। তাদের কথা মাথায় চিন্তা করে স্যালাইন ও লেবু মিশ্রিত ঠান্ডা পানি পান করার উদ্যোগ নিয়েছেন জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বিনামূল্যে সুপেয় ঠান্ডা পানি পান করানো হচ্ছে।পৌর শহরের সবুজ নগর মহল্লার আরাফাত হোসেন বলেন, আমি শহরে এসেছিলাম কেনাকাটা করার জন্য। বাইরে তো গরমের জন্য এক ঘণ্টাও থাকা যায় না। গরমে নাজেহাল অবস্থা। এই সময় বিনামূল্যে স্যালাইন ও লেবু মিশ্রিত ঠান্ডা পানি পান করলাম। ধন্যবাদ পৌর মেয়রকে।
পৌর শহরের রিকশাচালক সোলায়মান আলী বলেন, গরম কেমন পড়ছে, তা তো দেখতেই পাচ্ছেন। যাত্রীদের নামিয়ে দিয়ে দেখলাম ঠান্ডা পানি পান করানো হচ্ছে। আশে পাশে ঠান্ডা পানির ব্যবস্থা নেই।আমি লেবু মিশ্রিত ঠান্ডা পানি পান করলাম আল্লাহ যোনো সবসময় মেয়রকে ভালো রাখেন।জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের পাশে ফল ব্যবসায়ী আবুল কাশেম বলেন, কষ্টের তো শেষ নেই। কিন্তু পেট চালাতে হলে রোদ হোক বা বৃষ্টি, গরম হোক বা শীত, আমাদের বসতেই হবে। এই গরমে শুধু পানি খেতে ইচ্ছে করে। সুপেয় পানি স্টলে গিয়ে ঠান্ডা পানি পান করলাম এমন উদ্যোগের কথা মনে থাকবে।
এ নিয়ে জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, বাইরে তো গরমের জন্য এক ঘণ্টাও থাকা যায় না। মানুষ প্রয়োজনে শহরে আসছে। সকল শ্রেণীর মানুষের কথা ভেবে আমার এই উদ্যোগ। প্রথম দিনেই প্রায় ৪ হাজার মানুষকে স্যালাইন লেবুর শরবত মিশিয়ে তাদের তৃষ্ণা মেটানো হয়েছে। যতদিন দাবদাহ থাকবে ততদিন বিনামূল্যে স্যালাইন ও লেবু মিশ্রিত ঠান্ডা পানি পান করানো হবে। মানবিক কাজে সব সময় সহযোগিতার হাত বাড়াবে বলেও তিনি উল্লেখ করেন।
কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৩,/দুপুর ২:৫৮