আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : চিলাহাটি থেকে আন্তঃনগর নীলসাগর এর পর দ্বিতীয় আরেকটি চিলাহাটি-ঢাকা দিবাকালীন আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। রবিবার (৪ঠা জুন) নীলফামারী জেলার ডোমার উপজেলা সীমান্তবর্তী স্টেশন চিলাহাটি থেকে ঢাকা রুটে চিলাহাটি এক্সপ্রেস নামে দিবাকালীন দ্বিতীয় ট্রেনের সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সময়ে চিলাহাটি প্রান্তে উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, নীলফামারী- ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী- ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, জেলা পরিষদ চেয়ারম্যান মমতাজুল হক, জেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান সহিদ মাহামুদ, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, রৌশন কানিজ, ডোমার পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু, যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা, প্রশিক্ষক ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি, জেলা আ’লীগের সহ-সভাপিত অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড, মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরীসহ রেলে ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুধিজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় বলেন যে, রেলের জন্য মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, এরমধ্যে উত্তরবঙ্গের জন্য অনেক ট্রেন চালু করার ব্যবস্থা গ্রহন করা হয়েছে, যা ভবিষ্যতে আরও রেলের জন্য নতুন বাজেট দিয়ে ডাবল লাইনের ব্যবস্থা করা হবে। তখন ট্রেন চলাচল আরো উন্নত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে চিলাহাটি প্রান্তে রেলমন্ত্রী তার ভাষণে বলেন,চিলাহাটি থেকে ২টি ট্রেন চালুর সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করা হলো, ভবিষ্যতে বিদ্যুৎ চালিত ট্রেনের ব্যবস্থা করা হলে মানুষ সল্প সময়ে ট্রেন চলাচলের মাধ্যেমে নিজ গন্তব্যে পৌছাতে পারবে। তখন যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানটি পরিচালনা করেন রেল সচিব ডঃ হুমায়ুন কবির, মাননীয় প্রধানমন্ত্রী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির হুইসেল বাজিয়ে ও পতাকা নেড়ে ট্রেন চালুর উদ্বোধন করেন। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ১১ টি কোচ সংবলিত ৭৭৬ টি আসন নিয়ে চিলাহাটি থেকে ভোর ৬ টায় ছেড়ে ঢাকা পৌছাবে বিকেল ৩টায়। ওই দিনে বিকেল ৫ টায় ঢাকা ছেড়ে চিলাহাটি পৌছাবে রাত ৩ টায়।
কিউএনবি/আয়শা/০৬ জুন ২০২৩,/বিকাল ৫:০৫