ডেস্ক নিউজ : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, আগামীতে ফরিদপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরির জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া পাট পঁচানোর জন্য চাষিরা যে সমস্যার সম্মুখীন হয়, তা নিরসন করা হবে।
রোববার (৪ জুন) দুপুরে ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে আয়োজিত বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পাটের বহুমুখী ব্যবহার ও পাটজাত পণ্য আরও কিভাবে বিদেশে রফতানি করা যায় সেদিকে নজর দেবার তাগিদ দেন গোলাম দস্তগীর গাজী।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদ হোসেন, পাট অধিদপ্তরের মহাপরিচালক ড. সেলিনা আক্তার, পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৩,/বিকাল ৪:৪৪