ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈরে এক রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে কালিয়াকৈরের মৌচাক আইচ মার্কেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন জামালপুরের পাঁচবাড়িয়া গ্রামের রিয়াদ ও একই জেলার ফয়াদিয়াচর গ্রামের মনির হোসেন। তারা দুই বন্ধু আইচ মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন।
পুলিশ ও পরিবার জানায়, গতকাল বিকাল থেকেই নিখোঁজ ছিল দুই বন্ধু। সকালে আইচ মার্কেট এলাকার গাছে এক রশিতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মৌচাক ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গাছে ঝুলন্ত দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।
কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৩,/বিকাল ৪:০২