স্পোর্টস ডেস্ক : কেকেআরের এবার অন্যতম ভরসা হতে চলেছেন তিনি। মাস কয়েক আগে টি- টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে যে ইনিংসটা খেলেছিলেন, সেটা বহুদিন মনে রেখে দেবেন ক্রিকেটপ্রেমীরা। বেগুনি জার্সিতেও তার একইরকম বিধ্বংসী ইনিংস দেখতে চাইছে নাইট-ভক্তরা। কেকেআরে যোগ দেওয়ার আগ বাংলাদেশ থেকে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন-কে সাক্ষাৎকার দিয়েছেন লিটন দাস।
সেই সাক্ষাৎকারেই এই মন্তব্য করেছেন তিনি। লিটন দাস এবার খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন শ্রেয়াস আইয়ার। তবে চোটের কারণে এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। কবে ফিরবেন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই আইপিএল শুরুর মাত্র ৭ দিন আগেও কেকেআর বিকল্প অধিনায়ক ঠিক করতে পারছে না।
এই প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘শ্রেয়াস নিয়ে বিশেষ কিছু জানি না। আমি এই মুহূর্তে বাংলাদেশে। জাতীয় দলের হয়ে খেলছি। আইপিএল নিয়ে চিন্তিত নই। কারণ, দেশের হয়ে খেলা সব সময় আগে। এটুকু বলতে পারি, সুযোগ পেলে একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব।’
টুর্নামেন্ট শুরুর সাত দিন আগেও অধিনায়ক নির্বাচন করা যাচ্ছে না, এ নিয়ে অস্থিরতা কাজ করছে কি না জানতে চাইলে লিটন বলেন, ‘বললাম তো, আমি এখন বাংলাদেশে। কেকেআরে যোগ দিইনি। তাই এটা নিয়ে মন্তব্য করতে চাই না।’
কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৮:০৮