স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর ৮ বছর পর আইপিএলে সুযোগ পেয়েছেন লিটন দাস। প্রথমবার খেলতে যান বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। গায়ে জড়াবেন কলকাতা নাইট রাইডার্সের জার্সি। যার হোম গ্রাউন্ডস ইডেন গার্ডেন্স। ভাবতেই তার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে। মুখিয়ে আছেন দলটির হয়ে একাদশে সুযোগ পাওয়ার জন্যও। কারণ ম্যাচ খেলে বিশেষ সুবিধা আদায় করে নেওয়াই এখন টাইগার ওপেনারের লক্ষ্য।
ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশি এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। কেকেআরে সুযোগ পাওয়াটাকে বিশাল সুযোগ হিসেবেই দেখছেন লিটন। যার অন্যতম কারণ তিনি একজন বাঙালি। বাংলাভাষি। পশ্চিমবঙ্গের রাজধানীর মানুষের পরিচয়ও তাই। আর সে কারণেই লিটন বলেছেনন, ‘নিঃসন্দেহে এটা আমার কাছে একটা বিশাল সুযোগ। একজন বাঙালি হিসেবে কলকাতায় খেলব, এর চেয়ে ভাল আর কী হতে পারে বলুন!’
তবে লিটন আইপিএল খেলার জন্য মুখিয়ে আছেন অন্য একটি কারণে। সেটা হলো উইকেটের আচরণ আত্মস্থ করা। উইকেটের ধরন চিনতেই এখন তিনি উদগ্রীব হয়ে আছেন। লিটনের উদগ্রীবের কারণ, এই বছরের শেষ দিকে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের আয়োজক ভারত। আইপিএলের ভেন্যুগুলোই মূলত বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু হতে চলেছে। কলকাতার একাদশে সুযোগ পেলে যে ভেন্যুতে খেলা হবে সেখানকার উইকেটের আচরণ বুঝতে পারবেন লিটন। যা তাকে বিশ্বকাপে ভালো করতে সহযোগিতা করবে বলে মনে করছেন।
এক প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘আইপিএলের মতো মঞ্চে খেলতে পারলে, তাতে আমার ভবিষ্যতেও লাভ প্রচুর। বিশ্বকাপটা যখন ভারতে, তাই আইপিএলের পুরোটা যদি খেলতে পারি আমি, মাঠগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা হয়ে যাবে। পিচ সম্পর্কে ধারণা পেয়ে যাব।’ সাকিব যে দলে খেলছেন, সেই দলে আছেন সাকিব আল হাসান। সঙ্গে দুই ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। প্রত্যেকের সঙ্গেই তারা ভালো বন্ডিং আছে জানিয়ে বলেন, ‘সাকিব আমার জাতীয় দলের সতীর্থ। আর আন্দ্রে রাসেল বা সুনীল নারিন, ওদের সঙ্গেও আমি খেলেছি বহুদিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আমি যে ফ্র্যাঞ্চাইজিতে খেলি, রাসেল-নারিনও খেলে। আমাদের মধ্যে ভাল একটা বন্ডিং আছে। একাত্মতা আছে।’
কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০০