মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী জয়পুরহাটে ভূমিহীন ও গৃহহীনদের পূর্নবাসনের মধ্যমে জয়পুরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন।
এ উপলক্ষে সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ জানান আগামী ২২ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যেমে প্রধানমন্ত্রী জেলার ৪টি উপজেলায় ১৩৯ টি পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করে জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন।
এ নিয়ে জেলায় মোট ১০৪৮টি পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হবে।এসময় সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৩:০২