মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

দুর্গাপুরে জাল টাকা তৈরি সরঞ্জাসহ আটক ২

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১২৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা পুলিশের অভিযানে জাল টাকা তৈরীর সরঞ্জাসহ ২জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে জাল ভারতীয় রুপি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম।

এ নিয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ মার্চ) রাত রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্না চৌরাস্তা বাজারের সুমন ফার্মেসী নামের একটি দোকানে অভিযান চালিয়ে ভেন্নাকান্দা গ্রামের মো.আব্দুল কাদিরের ছেলে সুমন আলী (২২) ও লোহাচোরা গ্রামের মো.শরাফত আলীর ছেলে রিয়াদ (২০) নামে দুই যুবক কে আটক করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় ৪১২পিস জাল রুপি, প্রিন্টার ও টাকা ছাপানোর কাগজ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit