স্পোর্টস ডেস্ক : সোমবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অবসরের ঘোষণা দেন বিশ্বকাপজয়ী পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন বিদায় নিলেও তিনি সবশেষ পাকিস্তানের জার্সিতে খেলেছিলেন ২০১৭ সালে। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবার দলে দেখা গিয়েছিল তাকে।
অদ্ভূত ও দুর্বোধ্য বোলিং অ্যাকশনের জন্য পরিচিতি পেয়েছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দাপটের সঙ্গে মাতিয়েছেন মাঠ। অবসরের ঘোষণা দিয়ে তিনি টুইটারে লেখেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেটের সকল সংস্করণ থেকে অবসর নিচ্ছি এবং ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আমাকে দেশের হয়ে খেলার সুযোগ করে দেওয়ার জন্য।’
পাকিস্তানের জার্সিতে দুটি টেস্ট, ৬২টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি খেলে ১৩০টি উইকেটর শিকার করেছেন তিনি। এছাড়া সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে ৩৮৯টি উইকেট শিকার করেছেন তানভীর। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তান দলেরও সদস্য ছিলেন এই বাঁহাতি। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ পারফরম্যান্সের কারণেই। আইপিএলের প্রথম আসরে সেবার মাত্র ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে বাঘা বাঘা বোলারদের পেছনে ফেলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন তিনি।
কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:০০