এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনায় ইব্রাহীম হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি পৌর শহরের কুঠিপাড়া গ্রামের ইউছুফ আলীর ছেলে। ইব্রাহীম পেশায় এক জন ব্যবসায়ী। কুঠিপাড়া মোড়ে তার একটি বালতি (টিনের) তৈরীর কারখানা রয়েছে। শুক্রবার (৩ মার্চ ) রাত ৯টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের বাটিকামারি মোড় নামক স্থানে এই হতাহতের ঘটনা ঘটে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইব্রাহিমের কারখানার রং মিস্ত্রী জাহাঙ্গীর হোসেন (২৮)। জাহাঙ্গীর হোসেন পৌর শহরের কুঠিপাড়া গ্রামের মৃত বাক্কী আলীর ছেলে।স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত কিচিৎসক ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষনা করেন। জাহাঙ্গীর হোসেন বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানান, একটি লাল রঙের গ্লামার মোটরসাইকেলযোগে চৌগাছা থেকে মহেশপুরের দিকে যাচ্ছিল। তারা চৌগাছা-মহেশপুর সড়কের বাটিকামারি মোড় নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি কড়ইগাছে মেরে দেয়। এ সময় গাছে চাপা লেগে তারা মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিলে চিকিৎস ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষনা করেন।প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জাহাঙ্গীর হোসেনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. লুৎফুন্নেসা জানান, গুরুতর আঘাত পাওয়ার কারণে হাসপাতালে আনার আগেই ইব্রাহিম হোসেন মারা গেছেন। আহত জাহাঙ্গীর এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর রেফার করা হয়েছে।এ রির্পোট লেখা পর্যন্ত যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর অজ্ঞান অবস্থায় ছিলো। ইব্রাহিমের মরদেহ চৌগাছা হাসপাতালে ছিলো।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৩,/সকাল ১১:১৬