ডেস্ক নিউজ : বুধবার (১ মার্চ) শহরের পুরাতন কোর্ট রোড এলাকায় জেলা গণগ্রন্থাগার প্রাঙ্গণে অতর্কিত হামলার শিকার হন ডা. বিধান চন্দ্র পোদ্দার। পরদিন সদর মডেল থানায় মামলা করেন তিনি। মামলায় মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেল ও তার সহকারী রিপনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী চিকিৎসক বিধান চন্দ্র পোদ্দার জানান, রাজধানীর মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক (শিশু) হিসেবে তিনি কর্মরত। হামলার দিন জেলা গণগ্রন্থাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান ছিল।
ডা. বিধান চন্দ্র পোদ্দার বলেন, ‘আমাদের কেন্দ্রীয় মহাসচিব কামরুল হাসান মিলন ওই অনুষ্ঠানে যোগ দিতে আসেন। আমি নারায়ণগঞ্জ জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক এবং বিএমএ-র জেলা সহসভাপতি হওয়ায় আমাকে আগেই খবর দেয়া হয়েছিল।
মহাসচিব নারায়ণগঞ্জে আসার পর তার অনুরোধে আমি গাড়িতে উঠে বসি। এরপর গ্রন্থাগার প্রাঙ্গণে পৌঁছে দেখি সেখানে ডা. সোহেলসহ নিজাম অলোক এবং বেশ কয়েকজন আগে থেকেই দাঁড়িয়ে আছেন। আমি গাড়ি থেকে নামতেই সোহেল আমাকে বলল, তুই এখানে কেন? এরপরই চার-পাঁচজন মিলে আমাকে অতর্কিতভাবে মারধর শুরু করে।’
কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/দুপুর ২:২৫