সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : জাতীয় ভোটার দিবস উপলক্ষে সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে শহরের কেডির মোড় জননী ট্রেনিং সেন্টারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন সুজনের নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন।
নওগাঁ জেলা সুজনের সাধারণ সম্পাদক এ কে সাজু’র সঞ্চালনা বক্তব্য রাখেন সুজনের জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান, আব্দুর রহমান রিজভী, অর্থ সম্পাদক আকরাম হোসেন, দপ্তর সম্পাদক সজিব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল আহম্মেদ, ক্রীড়া সম্পাদক তৌফিক তাপস, সদস্য সহিদ প্রামানিক, এম আর রাজ, শাকিল ইসলাম, সাদিয়া সুজাতা, জারকা বানুসহ অন্যরা।
সভায় বক্তারা অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য চাই রাজনৈতিক দলসমূহের মধ্যে পারস্পরিক সমঝোতা। নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় নির্বাচন কমিশনের দাবি জানান তারা।
কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/রাত ৮:৪০