শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ২মার্চ ২০২৩ এদেশের শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের অকৃত্রিম বন্ধু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট:১৯৩৩)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন (রেজি: নং বি:২০৩৭) এর সাবেক কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাবেক আহবায়ক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ (রেজি: নং বাজাফে:০৫) এর সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক আপোসহীন সংগ্রামি শ্রমিকনেতা আবুল কালাম আজাদ-এর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সিলেট বিভাগীয় কর্মসূচী গ্রহন করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৩মার্চ সকালে মানিকপীরস্থ সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও বিকেল ৪টায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে আলোচনা সভা। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সকল থানা ও উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কর্মসূচী সফলে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩০