বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ‘আমাদের মাঝে যত রোগব্যাধি হচ্ছে এর বেশিরভাগেরই উৎস অনিরাপদ ও অস্বাস্থ্যকর খাদ্য। এটা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। সবজি থেকে শুরু করে অন্যান্য খাদ্য উৎপাদনে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে। খাবার কেনার ক্ষেত্রেও আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে।’
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। নিরাপদ খাদ্য, রক্ত শূণ্যতা, অপুষ্টি, বার্ধক্য বিষয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ সেমিনার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান। মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার জান্নাতুল মাওয়া। স্বাগত বক্তব্য দেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম। মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কাজী হান্নান খাদেম, বিশ্বজিৎ পাল বাবু, জালাল হোসেন মামুন, আশীষ সাহা, মহিউদ্দিন মিশু, সুকান্ত চক্রবর্তী প্রমুখ।
সেমিনারে বক্তারা আরো বলেন, ‘আগে বাড়িতে সবজি এনে ধোয়ে কাটা হতো। আর এখন কাটার পর ধোয়া হয়। এতে সবজির গুনাগুন থাকে না। আগে মানুষ না খেয়ে মারা গেছে বলে খবর বেরুতো। এখন মানুষ অনিরাপদ ও অতিরিক্ত খাদ্যগ্রহন করে নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে ধাবিত হয়। এ অবস্থা থেকে পরিত্রান পেতে সচেতনার কোনো বিকল্প নেই।’
কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৯