বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ‘অক্সিজেন প্লান্ট’। গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা অক্সিজেন প্লান্টের সেবা পাচ্ছেন। তবে এখনো প্লান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়নি। বৃহস্পতিবার তিনি স্থানীয় কয়েকজন সংবাদকর্মীকে প্লান্টটি ঘুরে দেখান।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. হিমেল খান জানান, ৩৬ টি বড় সিলিন্ডার দিয়ে এ প্লান্টটি করা হয়েছে। ইতিমধ্যেই এ প্লান্ট থেকে জরুরি বিভাগসহ প্রতিটি শয্যায় অক্সিজেন সরবরাহ করা হয়েছে রোগীরা সেবা নিতে শুরু করেছেন। সিলিন্ডারগুলো একবার রিফিল করলে কমপক্ষে তিনমাস ব্যবহার করা যাবে।
কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫২