স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টে আগে ব্যাট করে গো-হারা হেরেছে সফরকারী অস্ট্রেলিয়া। এবার ইন্দোরে তৃতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাট করল ভারত। ব্যাট করতে নেমেই অজি স্পিনারদের তোপের মুখে পড়ে ভারতীয় ব্যাটাররা।
৩৩ দশমিক ২ ওভারে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ২২ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। ২১ রান এসেছে ওপেনার শুভমান গিলের ব্যাট থেকে। এছাড়া শ্রীকার ভরত ১৭ ও অক্ষর প্যাটেল ১২ রান করেন। উমেশ যাদব ১৩ বলে দুই ছক্কায় ১৭ রান করার ফলে ১০০ পূরণ করে ভারত।
ভারতের সবকটি উইকেটই শিকার করেছেন অস্ট্রেলিয়ার স্পিনাররা। ম্যাথুও কুহনেম্যান ১৬ রানে পাঁচ উইকেট শিকার করেছেন। ন্যাথান লায়নের পেয়েছেন তিন উইকেট। অপর উইকেটটি নিয়েছেন টড মার্ফি।
কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/বিকাল ৩:০০