শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি স্মৃতি বেদিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।বিকাল ৩টায় নগরীর একটি রেস্টুরেন্টের হল রুমে আলোচনা সভা ফোরামের সিলেট জেলা সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার আলোচনায় নেতৃবৃন্দ বলেন, মহান ভাষা শহীদ যারা ভাষার জন্য জীবন দিয়ে স্বজাতির বাঙলা ভাষা প্রতিষ্ঠা করে গেছেন, জাতি তাঁদের আজীবন ভুলবে না। রক্ত দিয়ে গড়া বাংলার প্রতিটি বর্ণে ভাষা শহীদ, ভাষা সৈনিকদের অবদান চির অম্লান হয়ে থাকবে। সভায় ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরী এবং তাদেরকে পর্যায়ক্রমে রাষ্ট্রীয় পুরস্কারের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন ফোরামের সহ সভাপতি মোঃ হোসাইন কবির, এম. ইজাজুল হক ইজাজ, সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ শাহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ হান্নান শিপন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ তাজ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম আহমদ, সিনিয়র সদস্য মোঃ ফিরোজ আহমেদ, মোশারফ হোসেন খান অমিত, অন্যান্যের মধ্যে ডাঃ জালাল আহমদ, ডাঃ শাহীন মিয়া প্রমুখ।
কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:১৩