মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে নিজ জমিতে সেচ দিতে পাম্পে বিদ্যুৎ র্স্পশ হয়ে বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়নের আলমপুর গ্রেমের ২ সন্তানের জননী শিল্পী রানী শর্ম্মা(২৮) নিহত হয়েছে। নিহত কৃষানী আলমপুর গ্রামের কৃষক প্রচিত দেব শর্ম্মার স্ত্রী।জনাগেছে, আজ ২২ ফের্রুয়ারি বুধবার সকাল ১১টায় প্রতি দিনের মত তাদের নিজ জমিতে সেচ দিতে স্বামী প্রচিত ও স্ত্রী শিল্পী রানী বোরো ফসলের মাঠে যায়।
এসময় বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালু করতে গেলে শিল্পী রানী বিদ্যুৎ র্স্পশে মাটিতে লুটিয়ে পড়ে। তার স্বামী ও এলাকাবাসী শিল্পী রানীকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানান, নিহত কৃষানীর কাকা শশুর বিজয় দেবশর্ম্মা।
কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:১৯