স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় মেয়াদে চান্ডিকা হাথুরুসিংহের নিয়োগের দিনই বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, সাকিব-তামিমদের জন্য একজন সহকারী কোচও খুঁজছে ক্রিকেট বোর্ড। দেশি-বিদেশি অনেকেই তালিকায় থাকলেও, কারও নাম জানাননি বিসিবি সভাপতি। সম্প্রতি শেষ হওয়া বিপিএলে দেশি কোচরা ভালো করার পর আবারও আলোচনায় আসে এই ইস্যু। কেনো দেশি কোচদের উপেক্ষা করছে বিসিবি?
ভেতরের খবর হলো, বোর্ড থেকে দুজন দেশি কোচের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আগ্রহ দেখাননি। তাই সমালোচনা এড়ানোর সঙ্গে স্বচ্ছতা রাখতে ভিন্ন পন্থায় হাঁটছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা সবার জন্য খোলা, দেশি অথবা বিদেশি। আগে জানতে হবে কে আগ্রহ আছে। অনেকেই মনে করে, একে নিচ্ছে না কেন। তবে তারা আসলেই আগ্রহ কি না, সেই বিষয় জানতে হবে। আমি বলেছি, একটা বিজ্ঞাপন করে দিতে। আর আমি তা তাড়াতাড়ি চাই। দেখা যাক কারা আগ্রহ দেখায়।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায়, দিন দিন জাতীয় দলে কাজ করার আগ্রহ হারাচ্ছেন হাই প্রোফাইল সব কোচ। রাসেল ডমিঙ্গোর বিকল্প খুঁজতে গিয়ে যা ভালোই টের পেয়েছে বিসিবি। বিশ্ব ক্রিকেটের শীর্ষ দেশগুলো প্রাধান্য দিয়ে থাকে নিজ দেশের কোচ। আর এই সংকট নিরসনেও কাজ শুরু করেছে বিসিবি।
পাপন বলেন, ‘যদি সহকারী কোচ নাও নেই, আমি ভাবছি প্রধান কোচের সঙ্গে যদি দু-একজন দেশীয় কোচ ঢোকাতে পারি তাহলে আমাদের সামনে সহকারী কোচ দরকার নেই বলে আমি মনে করি।’ সামনেই ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ। তাই দ্রুততম সময়ে সহকারী কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বিসিবি।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৮