স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে এবারের আসরে দুরন্ত গতিতে ছুটছে কাতালান ক্লাবটি। এরই মধ্যে রিয়াল মাদ্রিদকে বার্সা জিতে নিয়েছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। লা লিগাতেও চলছে তাদেরই আধিপত্য। রবিবার রাতে কাদিজকে হারিয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা।
ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বার্সা জয় পেয়েছে ২-০ ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধেই হয়েছে গোল দুটি। ৪৩তম মিনিটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। ফেরান তোরেসের ক্রস থেকে রবার্ত লেভানদোস্কির হেড কাদিজ গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি শটে জালের ঠিকানা খুঁজে নেন সের্হি রবার্তো। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি।
বিরতির আক্রমণ-প্রতি আক্রমণে খেলা হলেও গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচে বার্সা বল দখলে অনেক এগিয়ে থাকলেও গোলপোস্ট লক্ষ্য করে বেশি শট নিয়েছে কাদিজ। ২-০ গোলের এই জয়ের ফলে লা লিগায় ২২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। বার্সার চেয়ে ১৬ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে রিয়াল সোসিয়েদাদ।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৪৪