আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইউরোপের ‘ওয়ে অব লাইফ’ বা সংস্কৃতি ধ্বংস করে দিতে চায়। কিন্তু আমরা সেটা করতে দেব না। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে বক্তৃতাকালে বৃহস্পতিবার এমন অভিযোগ করেন জেলেনস্কি।
ভাষণ দেওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা ইউক্রেনের প্রেসিডেন্টকে পরিচয় করিয়ে দেন। মেটসোলা জেলেনস্কিকে বলেন, আপনার পেছনে আমরা আছি, যতদিন প্রয়োজন। সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের চেম্বারে হেঁটে যাওয়ার সময় জেলেনস্কিকে দাঁড়িয়ে অভিবাদন জানান পার্লামেন্ট সদস্যরা।
এ সময় জেলেনস্কির পাশে থাকা মেটসোলা বলেন, ‘ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে, আপনার জাতির ভবিষ্যত ইউরোপীয় ইউনিয়নে।’ ‘যতদিন লাগে আমরা আপনার সঙ্গে থাকব,’ বলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ইইউ আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে তার দেশকে ইউরোপীয় ইউনিয়নের অংশ করার জন্য আন্তরিক আবেদন করেন।
তিনি বলেন, ‘এটি আমাদের ইউরোপ, এটি আমাদের নিয়মনীতি, এটি আমাদের জীবনযাপনের পদ্ধতি। তা ধ্বংস হতে দেব না।’জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ইউরোপকে ১৯৩০ ও ১৯৪০ এর দশকের জেনোফোবিয়ায় ফিরিয়ে দিতে চায়। কিন্তু না, আমরা নিজেদের রক্ষা করছি। আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে।
কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৩