শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

ইসলাম গ্রহণকারী চতুর্থ সাহাবি ছিলেন যিনি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : জাহিলি যুগেই যাঁরা মহান আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতেন এবং সত্যের সন্ধানে ছিলেন, তাঁদের মধ্যে একজন আবু জর গিফারি (রা.)। প্রথম দিকে তাঁর জীবনও ছিল অন্ধকার। গোত্রের অন্যান্য লোকের মতো তাঁরও পেশা ছিল লুট, হাইজাক ও রাহাজানি। তবে কিছুদিনের মধ্যেই তাঁর জীবনে এক বিপ্লব ঘটে যায়। নাড়া দেয় তাঁর অন্তরাত্মাকে। তখনো রাসুল (সা.) নবুয়তপ্রাপ্ত হননি। গোত্রীয় অনিষ্ট-অনাচার, মূর্তিপূজা—সবই ঘৃণিত হয়ে যায়। রাহাজানি ত্যাগ করে ঝুঁকে পড়লেন এক আল্লাহর ইবাদত-বন্দেগিতে একাগ্রচিত্তে; এমনকি নিজের জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে নামাজও আদায় করতে লাগলেন। তাই বলা হয়, আবু জর জাহিলি যুগেই একত্ববাদী ছিলেন। পরবর্তী সময়ে রাসুল (সা.)-এর সংবাদ পেয়ে ছুটে যান তাঁর কাছে; গ্রহণ করেন ইসলাম। ইসলাম গ্রহণের দিক থেকে তিনি চতুর্থ কিংবা পঞ্চম ব্যক্তি। (মুখতাসার তারীখে দিমাশক ২৮/২৭৮; আসহাবে রাসুলের জীবনকথা : ১/১৫৭)

তাঁর ইসলাম গ্রহণের ঘটনাটি খুবই চমকপ্রদ, যা বুখারি শরিফে ইবনে আব্বাস (রা.) সূত্রে সবিস্তারে বর্ণিত আছে। তার মর্মানুবাদ এখানে পেশ করা হলো—

সকাল হলে আবু জর ফিরে এলেন মসজিদে। আজকের দিনটিও কেটে গেল; কিন্তু নবীর সঙ্গে পরিচয়ের কোনো ব্যবস্থা হলো না। রাত হয়ে গেল। গতকালের মতো আজও মসজিদে শুয়ে পড়লেন। আলী (রা.) আজও তাঁকে দেখে নিয়ে গেলেন বাড়িতে। থাকা-খাওয়ার উত্তম ব্যবস্থা করলেন। এদিনও কেউ কাউকে কোনো কথা জিজ্ঞেস করলেন না। একইভাবে তৃতীয় রাতে আলী (রা.) মুসাফির আবু জরকে বাড়িতে নিয়ে মেহমানদারি করলেন। তবে আজ মুখ খুলে জিজ্ঞেস করলেন তাঁর উদ্দেশ্যের কথা।

আবু জর তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে সহযোগিতার শর্তে আলী (রা.)-কে মনের কথা খুলে বললেন। তাঁর বক্তব্য শুনে আলী (রা.)-এর মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়ে গেল। হৃদয় ভরে গেল অপূর্ব হর্ষ ও পুলকে। বললেন, আল্লাহর কসম! তিনি তো নিশ্চিত সত্য নবী। এই বলে তিনি বিভিন্নভাবে নবীজির পরিচয় তুলে ধরলেন। আর বলেন, সকালেই আমি আপনাকে নবীজির কাছে নিয়ে যাব। তবে সাবধানে ও সুকৌশলে পথ চলতে হবে। তাই নিরাপদ দূরত্বে থেকে আপনি আমাকে অনুসরণ করে পথ চলবেন। আমি যেখানে প্রবেশ করব, আপনিও সেখানে প্রবেশ করবেন। আশঙ্কাজনক কোনো কিছু দেখলে আমি প্রস্রাবের ভান ধরে বসে যাব। আপনি আপনার গতিতে চলতে থাকবেন। আবার আমার অনুসরণ করবেন।

তথ্যঋণ : সাহাবায়ে কেরামের আলোকিত জীবন

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit