বিনোদন ডেস্ক : যুগান্তরের সঙ্গে আমার পরিচয় বা সম্পর্ক পত্রিকাটির প্রতিষ্ঠার শুরু থেকেই। সব সময়ই প্রতিষ্ঠানটির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পাই। ব্যস্ততার কারণে যেতে পারি না। তবে শুভকামনা সব সময়ই থাকে।
সেই যুগান্তর চব্বিশ বছরে পা দিলো! ভাবতে ভালোই লাগে। মনে হয়, এই তো সেদিন শুরু হলো! সময় অসময়ে যুগান্তরকে পাশে পেয়ে সেই প্রতিষ্ঠাকালীন থেকে।
যতদূর জানি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এখনো নিজস্ব ঢঙে চলছে প্রতিষ্ঠানটি। আশা করি সামনের দিনগুলোতেও সব সময় জনগণের পক্ষে কাজ করে যাবে যুগান্তর।
একটি পত্রিকা আর শোবিজাঙ্গন একে অন্যের পরিপূরক। একটি বাদ দিয়ে অন্যটি নয়। গেল তো ২৩ বছর, আশা করি সব সময় যুগান্তর চলচ্চিত্রের সংবাদ পরিবেশন করে শিল্পীদের পাশে থাকবে দেশের শীর্ষ পত্রিকা হিসাবে।
– ফরিদা আক্তার ববিতা, অভিনেত্রী
কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২৮