আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আর সেই আক্রমণ শুরু হতে পারে ২৪ ফেব্রুয়ারি। এ দিন ইউক্রেন রুশ আক্রমণের এক বছর পূর্ণ হবে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এমনটাই শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মস্কো বিপুল সংখ্যক সেনা জড়ো করছে এবং তারা আক্রমণের বার্ষিকী উদযাপনে কিছু একটা করার চেষ্টা করছে।
যদিও এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইউক্রেনের ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সরাসরি সেনা অভিযান চালায়। কিয়েভের ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা ঠেকানোর অজুহাতেই বিশেষ সেনা অভিযানের নামে ইউক্রেনে সেনা পাঠায় মস্কো।
সূত্র: বিবিসি
কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৪৩