ডেস্ক নিউজ : বিভিন্ন সময় আমাদের মূল্যবান জিনিস হারিয়ে যায়। এমন কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ ও সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা : বাকারা, আয়াত : ৪৫)
উচ্চারণ : ইয়া হাদিয়াদ দালাল, ওয়া রাদ্দাদ দাল্লাত; উরদুদ আলাইয়া দাল্লাতি, বিইজ্জাতিক ওয়া সুলতানিকা; ফাইন্নাহা মিন আতায়িকা ও ফাদলিক।
হাদিস : আবদুল্লাহ ইবনেওমর (রা.) বর্ণনা করেন, ‘কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন অজু করার পর দুই রাকাত নামাজ পড়ে এবং তাশাহুদ পড়ার পর উল্লিখিত দোয়াটি পাঠ করে। (বাইহাকি, মুসান্নাফে ইবনে আবি শায়বা ও তাবারানি, আল-ওয়াবিলুস সাইয়েব, পৃষ্ঠা : ১৯১)
কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫০